প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগার বালুবাজার কিন্ডার গার্ডেনের ৯ ম শ্রেণীর ছাত্রী অপহরণের ৩৫ দিন পরও উদ্ধার হয়নি ঐ ছাত্রী

নওগার বালুবাজার কিন্ডার গার্ডেনের ৯ ম শ্রেণীর ছাত্রী অপহরণের ৩৫ দিন পরও উদ্ধার হয়নি ঐ ছাত্রী ?  নওগাঁর মান্দায় অপহরণের ৩৫ দিন পরও উদ্ধার হয়নি এক স্কুলছাত্রী। ভুক্তভোগী উপজেলার বালুবাজার কিন্ডারগার্টেন কেজি স্কুল এ্যান্ড হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। এদিকে অপহরণের এতদিন পরেও মেয়ের কোন খোঁজ না পেয়ে শোকে স্তব্ধ পরিবার। নিরুপায় হয়ে মেয়ের বাবা বাদী হয়ে একটি অপহরণের মামলা দায়ের করেন।মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ‘তিনজনকে আসামি করে অপহরণের মামলা হয়েছে, স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টাও চলছে। কিন্তু কোথাও তার হদিস মিলছে না। চেষ্টা চলমান রয়েছে।’ভুক্তভোগীর মা ও বাবা কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমরা দুজনেই চাকরিজীবী হওয়ায়, অর্থ সম্পদের লোভে আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। ৩৪ দিন আগে বালু বাজার হাইস্কুল মোড় এলাকা থেকে মেয়েকে মাইক্রো গাড়িতে তুলে অপহরণ করে পার্শ্ববর্তী শিশইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে রিপন। এ সময় মেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু তার আগেই মাইক্রো করে মেয়েকে পালিয়ে যায় রিপন ও তার বাবা মায়ের সহযোগিতায় ‘তিনি আরও বলেন, ‘রিপন এলাকার চিহ্নিত মাদকসেবী। মেয়ের খোঁজ না পাওয়া পর্যন্ত কোনোভাবেই শান্তি পাব না। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন