প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

মুন্সীগঞ্জ -১ আসনে মনোনীত প্রার্থী হয়ে নৌকার হাল ধরতে চান হারুন-রশিদ

মুন্সীগঞ্জ -১ আসনে মনোনীত প্রার্থী হয়ে নৌকার হাল ধরতে চান হারুন-রশিদ।  মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নৌকার প্রচারণায় নেমেছেন হানা গ্রুপের চেয়ারম্যান মনোনীত প্রার্থী হয়ে নৌকার হাল ধরতে চান হারুন অর রশীদ মোল্লা। শ্রীনগর উপজেলার বিবন্দী বাজার, কুকুটিয়া বাজার, হোগলাগাঁও বাজার ও বাড়ৈগাও বাজারে গণসংযোগ দেখা যায়। এ-সময় হারুন রশিদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপদান করার কাজে আমি সর্বাত্মক চেষ্টা করে আসছি। তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। তিনি পদ্মা সেতু, রেল সংযোগ, মেট্রোরেল সহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদের প্রচারণার সময় তার সাথে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর কালে হানা গ্রুপের চেয়ারম্যান হারুন অর রশীদ মোল্লা তার সাথে সফর সঙ্গী ছিলেন বলে জানান।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন