প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দোয়ারাবাজারে সুরমা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

দোয়ারাবাজারে সুরমা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা । দোয়ারাবাজারে সুরমা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি এলাকার সুরমা নদীর চর থেকে ড্রেজার মেশিনসহ বালি বোঝাই বাল্কহেড জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রব্বানী চৌধুরী বাল্বকহেড এর মালিক ঢাকা নারায়নগঞ্জের জিন্নাত আলীর পুত্র ছাদিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী বলেন, সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কোন অনুমোদন নেই। অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন