প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালিগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজারের আকস্মিক মাদ্রাসা পরিদর্শন

কালিগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজারের আকস্মিক মাদ্রাসা পরিদর্শন । কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ সাইফুল ইসলাম আকস্মিক ভাবে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন । বুধবার(৮ নভেম্বর) তিনি মাদ্রাসাটি পরিদর্শনকালে শিক্ষার্থীদের উপস্থিতি ও বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহণ করায় সন্তোষ্টি প্রকাশ করেন। পরিদর্শন কালে তিনি প্রত্যেক শ্রেণি কক্ষ ঘুরে দেখেন এবং নতুন কারিকুলামে পাঠদানে শিক্ষক দের কোন সমস্যা আছে কিনা? তার খোঁজ খবর নেন। এছাড়া শিক্ষকদের আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের শিখানোর কার্যক্রমে সম্পৃক্ত থাকা এবং বিগত দাখিল পরীক্ষা সমুূহে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ভালো ফলা ফল অর্জন করায় শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন