প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ধুনটে আগুনে পুড়লো খামারির ১০ গরু-ছাগল

ধুনটে আগুনে পুড়লো খামারির ১০ গরু-ছাগল । বগুড়ার ধুনটে আমিনুল ইসলাম নামের এক খামারির ৫টি গরু ও ৫টি ছাগল আগুনে পুড়ে ছাই হয়েছে। বুধবার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, আমিনুল ইসলাম একজন খামারি। সো দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে আসছিলো। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে রেখে ছিলো। এ অবস্থায় বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় গোয়ালঘরে বেঁধে রাখা ৫টি গরু ও ৫টি ছাগল পুড়ে মারা যায়। আমিনুল ইসলাম বলেন, আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধুনট ফায়ার সার্ভিসের ইনচার্জ সামছুল আলম বলেন, আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন