প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

৫৯ ব্যাটালিয়ান বিজিবি কতৃক বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রী পিস ও শীত বস্ত্র উদ্ধার

৫৯ ব্যাটালিয়ান বিজিবি কতৃক বিপুল পরিমান ভারতীয় শাড়ি, থ্রী পিস ও শীত বস্ত্র উদ্ধার ।চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর সীমান্তে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রী পিস ও শীত বস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি) রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ১১.৩০ মিনিটে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ভেহিক্যাল স্কানার দিয়ে চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিপি)র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া নির্দেশনায় সোনামসজিদ বিওপির নায়েক মোঃ শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি চৌকশ টহল দল বিওপির দ্বায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ভেহিক্যাল স্কানার রাস্তার উপর যানবহন তল্লাশী করে এ সময় বাংলাদেশী ১টি ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রোট-২২-৬৩৮৩। বিজিবি ট্রাকটিকে থামানোর সংকেত দিলে চালক ট্রাক থামিয়ে দ্রুত পালিয়ে যান। বুধবার (৮ নভেম্বর) সকালে বিজিবি, ম্যাজিট্রেড, পুলিশ, কাস্টমস কর্মকর্তার সম্মুখে আটককৃত ট্রাকটি তল্লাশী করে, ২০০ বস্তা চায়না ক্লে পাওডার এর নিচে ভারতীয় ২৭০ পিস শাড়ি, ৯১০ পিস থ্রিপিস এবং ১৭০০ পিচ শাল চাদর (শীত বস্ত্র) পাওয়া যায়। উক্ত ট্রাকের আমদানীকারক মুকুল ট্রেডার্স যার প্রোঃ মোঃ রফিকুল ইসলাম। বুধবার দুপুর ২.৩০ মিনিনে এক জরুরী সংবাদ সম্মেলনে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং আটককৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ কাস্টমে হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানান।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন