প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

তেঁতুলিয়ায়,পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তেঁতুলিয়ায়,পুকুরে ডুবে শিশুর মৃত্যু, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশে পুকুরের পাশে অন্যান্য শিশুদের সাথে খেলছিল লাবিব । পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানিতে ডুবে লাবিব (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ৮ নভেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত লাবিব ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশে পুকুরের পাশে অন্যান্য শিশুদের সাথে খেলছিল লাবিব। কখন যে সবার অজান্তে পুকুরে পড়ে যায় তা খেয়াল করেনি কেউ। এ সময় এক শিশু বাড়িতে গিয়ে লাবিব পানিতে পড়ে যাওয়ার খবর দিলে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় হাসপাতাল চত্বর জুড়ে বিয়োগান্ত পরিবেশে পরিণত হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম জানান, শিশুটি বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী পানিতে ডুবে শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন