প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

উত্তরের জেলা পঞ্চগড়ে শীত পড়তে শুরু করেছে পঞ্চগড়

উত্তরের জেলা পঞ্চগড়ে শীত পড়তে শুরু করেছে পঞ্চগড় । বাংলাদেশের একমাত্র হিমালয় খ্যাত জেলা পঞ্চগড়। এ জেলায় হালকা হালকা শীত অনুভূত হচ্ছে, বইতে শুরু করেছে ঠান্ডা হাওয়া হিমালয় থেকে নেমে আসা হিম বায়ু সন্ধা থেকে সকাল পর্যন্ত স্থায়ীও হচ্ছে। হিম বায়ুের কারণে খুব দ্রুত বদলে যাচ্ছে এ জেলার আবহাওয়া। দিনে পর্যাপ্ত গরম থাকলেও সন্ধ্যা হতে না হতেই নেমে আসতেছে প্রচন্ড শীতের ঠান্ডা আবহাওয়া।সন্ধ্যার পর এলাকা ছেয়ে যাচ্ছে কুয়াশায় । রাস্তা ঘাটে দেখা যাচ্ছে পথচারীরা রাতের বেলায় শীতের কাপড় পরে বেড়াতে শুরু করেছে । সবুজ ধানের গাছের পাতায় ও গাছের পাতায় জমছে শিশিরের কণা। প্রকৃতিতে এখন হেমন্ত কাল শীতের বার্তা নিয়ে আসার কথা ছিল হেমন্তের। কিন্তু দিনে পর্যাপ্ত গরম থাকলেও রাত যত গভীর হচ্ছে ঠান্ডার প্রভাব যেন তত বাড়ছে। মধ্যরাতের পর গায়ে জড়াতে হচ্ছে কম্বল ও লেপ। এই সময়ে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলে স্থানীরা জানায়। শীত মৌসুমে অতিথি পাখি ও পর্যটনে ভরে যায়। পর্যটনেরা পঞ্চগড়ের তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলে এখানে ভিড় করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন