প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারে ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে আইডিবি র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাভারে ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে আইডিবি র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ।সাভারে ব্যাপক জাঁকজমকপূর্ণ ভাবে আইডিবি র গৌরবোজ্জ্বল ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
বুধবার ০৮ ই নভেম্বর বিকাল ৪ টায় ইনিস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ( আইডিবি) সাভার ধামরাই সাংগঠনিক জেলা শাখার আয়োজনে,সাভার উপজেলা জাতীয় সৃতিসৌধ প্রাঙ্গনে পুষ্পমাল্য অর্পন র্র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। আইডিবি র ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপস্থিত ছিলেন .ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম (সভাপতি) সাভার ধামরাই,হাফিজুর রহমান (সহ সভাপতি) সাভার ধামরাই, আব্দুল কাদের (সাধারণ সম্পাদক) সাভার ধামরাই,বেনজির আহম্মেদ(যুগ্ন সাধারণ সম্পাদক)সাভার ধামরাই,মাহমুদ হাসান (সাংগঠনিক সম্পাদক)সাভার ধামরাই সহ উপস্থিতি ছিলেন আইডিবির প্রকৌশলী বৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নেওয়া প্রকৌশলী বৃন্দরা বলেন,দেশের চলমান রাজনৈতিক বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই,আমরা চাই শান্তি, আমরা এ দেশের কোনো রাজনৈতিক সংগঠনের নিকট থেকে এমন বর্বরোচিত ঘটনা দেখতে চাইনা,গাড়িতে আগুন দেখতে চাইনা,সরকারী ভবন হাসপাতাল মিল কল কারখানা,ধর্মীয় উপাসনালা,সব গুলো থাকবে নিরাপদে,সাধারণ মানুষের জানমাল রক্ষা করা হোক রাজনৈতিক সংগঠনের প্রধান লক্ষ।গত ২৮ শে অক্টোবর যে ভাবে বি এনপির মহাসমাবেশ কে ঘিরে আইডিবি ভবন ও অগনিত গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আইডিবি র ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজন সফল ও আগামীদিনের পরিকল্পনা কার্যক্রম সফল ও শান্তিময় হোক এই কামনা করি দেশের সর্বস্তরের জনগনের জন্য দোয়া ও শুভকামনায় বাংলাদেশ আইডিবি র পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা নিরন্তর।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন