প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দেয়াড়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি। 

দেয়াড়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি।

সেলিম খান কলারোয়া প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া উপজেলা দেয়াড়া ইউনিয়নে আওয়ামী মৎস্যজীবি লীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধা ৭ টায় আবু বক্কর সিদ্দিক গাজীকে আহ্বায়ক ও তরিকুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির দেওয়া হয়েছে।এবাদুল্লাহ গাজী (বীর মুক্তিযোদ্ধা), মাহাবুবুর রাহমান, ইয়ানুর রহমান, রুহুল কুদ্দুস শাহিন কে যুগ আহ্বায়ক ও তরিকুল ইসলাম,ইমরান উজ্জ্বল, আশিক, আনারুল, আসাদুল, আক্তারুল,মিন্টু,সাঈদ,এমুম,মুন্না,জাহাঙ্গীর,তোফাজ্জেল,সোহাগ,মুহিদুল,ইমাদুল,বনি,জামিরুন,ইব্রাহিম, রিপন,দীপা,আসিফ, টিটু এবং সাহিনুর ইসলামকে সদস্য করা হয়েছে। সেলিম খান কলারোয়া উপজেলা প্রতিনিধি ০১৭১০-২৬০০৭৩

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন