প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির নির্বাচনের দাবীতে প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির নির্বাচনের দাবীতে প্রতিবাদ সমাবেশ । বাংলাদেশ বার কাউন্সিলের নির্দেশ মোতাবেক সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের দাবীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের উদ্যেগে আজ বুধবার ৮ই নভেম্বর সকাল সাড়ে দশটায় জেলা আইনজীবি সমিতির সামনে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জজ কোর্টের পি,পি অ্যাডভোকেট আব্দুল লতিফের সভাপতিত্বে ও এড.শাহেদুজ্জামন শাহেদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন, এড. সাইদুজ্জামান জিকো, এড নওশের আলী, এড গোবিন্দ চন্দ্র মন্ডল, এড গাউস, এড জাহাঙ্গীর হোসেন, এড মোজাম্মেল হোসেন, এড জি এম ওকালাত হোসেন, এড শামীম জাহান, এড রেশমা পারভীন, এড বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, এড আমিনুর রহমান চঞ্চল, এড আশরাফুল ইসলাম বাবু, এড শেখ হুমায়ুন কবির,এড মোঃ রফিকুল ইসলাম, এড. মোঃ মনির হোসেন,এড. নজরুল ইসলাম জীবন, এড.রাশীদুজ্জামান সুমন সহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা আগামী ৩ দিনের মধ্যে জেলা আইনজীবী সমিতিতে নির্বাচনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আল্টিমেটাম দিয়ে বলেন নির্বাচনের জন্য যথাযথ ব্যবস্থা না নিলে আগামীতে আরও কঠোর কর্মসুচী গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন