প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শ্রীবরদীতে ২ গ্রাম পুলিশ সদস্য কে পুরস্কৃত করলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী

শ্রীবরদীতে ২ গ্রাম পুলিশ সদস্য কে পুরস্কৃত করলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী ।মাদক উদ্ধার, বাল্য বিয়ে প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল সহ আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশ কে সর্বাত্মক সহযোগিতা করায় উপজেলার ২ গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকী । গত ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে থানা চত্বরে সাপ্তাহিক চৌকিদার প্যারেড মাঠে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ উপজেলার ভেলুয়া ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার মো জাভেদ ও কুড়িকাহনীয়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য মো আবুল কে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এসময় থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো আমিনুল ইসলাম, জৈষ্ঠ্য এসআই মো আখতারুজ্জামান, এএসআই জুবায়েল খান উপস্থিত ছিলেন। ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, গ্রাম পুলিশ সদস্যরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করে থাকেন । তাদের ভালো কাজগুলোর স্বীকৃতি স্বরূপ হিসেবে আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি শুভেচ্ছা উপহার বিতরনের কার্যক্রম চালু করেছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন