প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বারহাট্টায় বিষপানে এক কৃষকের মৃত্যু

বারহাট্টায় বিষপানে এক কৃষকের মৃত্যু । নেত্রকোণা বারহাট্টা উপজেলা গুহিয়ালা গ্রামের মৃত দুলাল মিয়া (৩২), পিতা সত্তার মিয়ার ছেলে,বিষপানে মৃত্যু বরণ করছে। বুধবার (৮ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ খোকন কুমার সাহা।নিহত দুলাল মিয়ার স্ত্রী জানান আমার স্বামী মঙ্গলবার সন্ধ্যায় বাজারে যায়।তারপর রাত সাড়ে আটটার দিকে লোকজনের মাধ্যমে সংবাদ পাই যে সে বাড়ির পাশেই বন্দের সামনে কীটনাশক খেয়ে ছটফট করছে। তাৎক্ষনিক ভাবে স্থানীয় লোকজনের সহায়তায় আমার স্বামীকে চিকিৎসার জন্য বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আমার স্বামীর মৃত্যু হয়।বারহাট্টা থানার অফিসার ইন চার্জ খোকন কুমার সাহা জানান উক্ত সংবাদ পাওয়ার পর পরই বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ নেত্রকোণা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন