প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনা বয়রা বাজার মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে মোট=৩,০০০/=(তিন হাজার) টাকা জরিমানা

খুলনা জেলার বয়রা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে মোট=৩,০০০/-(তিন হাজার) টাকা জরিমানা আদায় । পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ করার অপরাধে খুলনা জেলার বয়রা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে মোট=৩,০০০/-(তিন হাজার) টাকা জরিমানা ধার্য্য পূর্বক আদায় করা হয়। ০৭ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে এই৷ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ। মোবাইল কোর্টে মোট ১৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কারী কর্মকর্তা জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন