প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর মান্দায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্যর মামলায় চার জন জন গ্রেপ্তার

নওগাঁর মান্দায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্যর মামলায় চার জন জন গ্রেপ্তার ! নওগাঁর মান্দায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিসালাত ইসাজিদ পিতা রফিকুল ইসলাম, গ্রাম বেজোড়া,সাবাই হাট এলাকার ফিরোজ শাহীন মন্ডল (৩২) পিতা সদের আলী, রওশন আলম(৪৫), পিতা গোলাম রসুল গ্রাম গোড়ড়া,ইব্রাহিম আলী প্রাং, পিতা একাব্বর আলী গ্রাম কালিকাপুর। এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।এদিকে আজ বেলা ১১টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে পিকেটিং ডিউটি পরিদর্শনে আসেন নওগাঁ পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক। এ সময় পিকেটিং ডিউটি পরিদর্শনে সাথে ছিলেন মান্দা সার্কেল জনাব মোঃ মতিয়ার রহমান ও অফিসার ইনচার্জ জনাব মো: মোজাম্মেল হক কাজী। নওগাঁ প্রতিনিধিঃ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন