প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কিশোরগঞ্জে আমন ধানের বাম্পার ফলনঃ বাজার মূল‍্যে খুশী কৃষক

মোঃ দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে বন‍্যার প্রভাবমুক্ত আমন ধানের বাম্পার ফলন হয়েছে।আশাতীত ফলন ও অধিক দাম পাওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক মারছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯ ইউনিয়নে এবার এ বছর আমনের আবাদ হয়েছে ১৪ হাজার ৯ শত ৩৫ হেক্টর জমিতে যা গত বছরের চেয়ে ৪০ হেক্টর বেশি। এ পর্যন্ত ৫ হাজার ২ শত হেক্টর জমির ধান কর্তন হয়েছে। আমন রোপনে কৃষি বিভাগ থেকে এবার উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার কৃষককে কৃষি প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ধানের অধিক দাম ও কৃষি প্রণোদনার সার-বীজ পেয়ে কৃষকরা আগ্রহী হয়ে স্বতস্ফুর্ত ভাবে আমন রোপন করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তাগণের সরাসরি তত্বাবধান ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকরা সার প্রয়োগ ও নিবিড় ভাবে খেত পরিচর্যায় করেছেন। ফলে বন্যার প্রভাবমুক্ত অনুকুল আবহাওয়ায় দিগন্ত বিস্তৃত আমনের খেতে বাম্পার ফলন হয়েছে। কৃষকদের রোপনকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, গুটি স্বর্ণা, স্বর্ণা-৫, ব্রি-৩৪, ৫১,৭১, ৭৫, ৯০, ৮৭,৯৪,ও ৯৫

উপজেলার পুটিমারী ইউনিয়নের ছাদুরার পুল গ্রামের কৃষক আনিছুল ইসলাম জানান, আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। প্রতি বিঘায় ১৫/১৬ মন হারে ফলন হচ্ছে।বড়ভিটা ইউনিয়নের পঃ পাড়া গ্রামের কৃষক শিবলু মিয়া জানান, আমি ২ বিঘা জমিতে আমন রোপন করেছি। অনুকুল আবহাওয়ায় আশাতীত ফলনের প্রত্যাশা করছেন তিনি।

ধান ব্যবসায়ী আপন জানান, নতুন আমন ধান বাজারে ১১শ’ টাকা থেকে ১২শ’ টাকা দরে মণ বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, চলতি মৌসুমে ১৪ হাজার ৯ শত ৩৫ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে।
প্রায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল‍্যে বীজ ও সার দেয়া হয়েছে। রোগবালাই এর আক্রমণ প্রতিরোধে আগাম পরামর্শ প্রদান করা হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে ফলন বেশ ভাল পাওয়া যাবে বলে আমি আশা করছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন