প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নূরআহম্মেদের পক্ষ থেকে সুখের নীড় বৃদ্ধাশ্রমে ১দিনের খাবার বিতরণ

মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- অনলাইন ফিস মার্কেটের প্রতিষ্ঠাতা এস.এম নূর আহম্মেদের পক্ষ থেকে খুলনার নিরালা ১২ নং রোডে সুখের নীড় বৃদ্ধাশ্রমে ১দিনের খাবার বিতরণ করা হয়। সুখের নীড় বৃদ্ধাশ্রমে ১দিনের খাবারে তারা সকালে ডাউল ভাত, দুপুরে মুরগির মাংস, মাছের তরকারি এবং রাতে ডিম আলু ঝোল এর ব্যবস্থা করে। অনলাইন ফিসের প্রতিষ্ঠাতা এস এম নুর আহম্মেদ ও সহকারি তৌফিক ইলাহি, আখি সুলতানা জানান ০৭ নভেম্বর মঙ্গলবার সূখেরনীড় বৃদ্ধাশ্রমে ২৫ জন আশ্রয়তাকে আমরা সারাদিনের খাবার দি। তারা আরো বলেন আগামী ১০ নভেম্বর শুক্রবার আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পথচারী অসহায় ও গরীব শিশুদের খাবার খাওয়ানো হবে।

বৃদ্ধাশ্রমের পরিচালক তালহা জুবায়ের বলেন, এভাবে যদি সমাজের বিত্তবানরা সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের বৃদ্ধাশ্রমে এগিয়ে আসে তাহলে আমাদের আশ্রমটা চালাতে কোন অসুবিধা হবে না।

তাই দোয়া করি মহান আল্লাহ পাকের কাছে নূর ভাইয়ের মহানুভবতাকে কবুল করে অনলাইন মাছের ব‍্যবসাকে সফলতার শীর্ষ পযার্য়ে পৌছানোর তৌফিক দান করুক। অনলাইন ফিস মার্কেটের প্রতিষ্ঠাতা ও সহযোগিরা বলেন বৃদ্ধাশ্রমে খাবার বিতরণে আমাদের সহযোগিতা করেছেন জহিরুল হক এবং সালাউদ্দিন গাজী আমি সকলকে ধন্যবাদ জানাই। সাথে সাথে সকলের দোয়া ও সহযোগিতা চাই প্রিয় খুলনাবাসী আপনারা অনলাইন ফিস মার্কেট থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যেকোন মাছ ক্রয় করতে পারেন। ইনশাল্লাহ ভাই আপনাদের প্রত‍্যাশা অনুযায়ী মাছ দিতে পারবো। তাই সকলের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা চাই।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন