রেজওয়ান এর দেওয়া অপহরণ মামলার সাহায্য কারি (৫) নাম্বার আসামী মিথুন রায় এখন ও পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে । রেজওয়ান এর দেওয়া অভিযোগ ২২/০৫/২০২১ ইং তারিখে আদিতমারী থানায় সাকিব সহ মোট ৫ জন এর নাম উল্লেখ করে অভিযোগ দেন। এর ভিত্তিতে মামলা এজাহার হয় ২৭/০৫/২০২১ ইং তারিখে তার পরে আদালত থেকে জামিন নেয় ২/৩ জন কিন্তু মিথুন রায় এখন পর্যন্ত কোটে হাজিরা বা জামিন না নিয়ে প্রকাশ্য বের হচ্ছে মিথুন রায় অপহরণ মামলার সাহায্য কারি (৫) নাম্বার আসামি নারী ও শিশু কোট এ মামলা চলমান রয়েছে শোনা যায় রেজওয়ান (২৫) পিতা- রফিকুল ইসলাম সাং মদনপুর (বেগুনটারী ইউনিয়ন -পলাশী, থানা-আদিতমারী, জেলা লালমনিরহাট তার বোন মোছাঃ রাএী খাতুন কে (১)মো: সাকিব সহ ৫ জন অপহরণ করে নিয়ে যায় পরে থানায় অভিযোগ করে মিথুন রায় (২৫) পিতা-মৃত মহেষ মাস্টার, সাং কালীস্থান ( বাদলের চাতাল) আদিতমারী সে হল অপহরণ মামলার সাহায্য কারি (৫) নাম্বার আসামি নারী ও শিশু কোট এ মামলা চলমান রয়েছে। জানা যায় মিথুন রায় ও সাকিব এক সঙ্গে জীবন বীমার কাজ করে চলাফেরাও এক সঙ্গে করতো রেজওয়ান দেখতে পায় মিথুন এর গাড়িতে সাকিব চলাফেরা করে। তার ভিত্তিতে মিথুন রায় ও সাহায্য কারি হিসাবে কাজ করে।তার নামে আদিতমারী থানায় অভিযোগ দায়ের হলে সে পলাতক ছিলেন কয় এক মাস এখন ও সে বাড়িতে ঠিক মত থাকে না সে লালমনিরহাট এর হাড়িভাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস এর পাশে এক বাড়িতে তার বউকে নিয়ে বাসা ভাড়া থাকে সেখানে ও ঠিক মত থাকে না। এখন দিনে ঘুরে ফিরে বেড়ায় রাতে তার শশুর বাড়িতে থাকে শুনা যায়। মিথুন রায় এর নামে এজাহার হলেও সে আটক হয়নি এখন ও সে। কার দাপটে চলে রেজওয়ান এর দেওয়া মামলা চলমান রয়েছে এখন পর্যন্ত।