রুপকথার গল্পের মতো এইভাবেও ফিরে আসা যায়। ক্র্যাম্পের সমস্যা নিয়ে এইভাবেও ডাবল হান্ড্রেড করা যায়।
ম্যাক্সওয়েল বলেই হয়তো এই অসম্ভব ব্যাপারটা সম্ভব হয়েছে।
এইভাবেই ইতিহাসের পাতায় ম্যাক্সওয়েলরা নাম লেখায়!
এই জেনারেশনের ক্রিকেটপ্রেমীরা এই ইনিংসটা কোনোদিন ও ভুলবে না ম্যাক্সি ❤️