প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাণীশংকৈলে অসহায় দুস্থদের মাঝে ব্যাটারি চালিত ভ্যান বিতরণ

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক প্রকল্পের আওতায় ৪জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ব্যাটারি চালিত ভ্যান বিতরণের আয়োজন করা হয়।

নির্বাহী অফিসার রকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, এসময় আরও উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা রহিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি,
প্রেসক্লাব সভাপতি মোবারক আলী সহ আরও অনেকে এসময় উপকার ভোগীরা
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উপকার ভোগীরা হলেনঃ
মন্ডলপাড়া ভরণিয়া গ্রামের বীরেশ রায়, কাশিপুর কাদিহাট গ্রামের খোতেজা দেওয়া,
বরমপুর গ্রামের নজরুল ইসলাম, বাবুড়িয়া গ্রামের লুটিয়া
রায়, পৌরসহর ভান্ডারা গ্রামের মুক্তারুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন