প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গোদাগাড়ীতে আত্মহত্যা করেছে এক মহিলা

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের সিএনবি কসাইপাড়া সুইটির মোর নামক এলাকায় আজ/৭/১১/২০২৩ তারিখ বিকাল আনুমান ৪ টার দিকে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সুইটি (৩৫) স্বামী ওসমান (৪০)কসাইপাড়া গোদাগাড়ী।

স্থানীয় সূত্রে জানা যায় ৬ দিন আগে জেল থেকে এসেছে সুইটি গতকাল রাতে রুমে ঢুকে দরজা লাগিয়ে ছিলেন আজকে সকালবেলা তার স্বামী ওসমানকে (৪০) কোর্টে হাজিরা দেওয়ার জন্য টাকা দিতে বের হন। এরপর সারাদিন বের হয়নি বিকাল চারটার দিকে কোট থেকে এসে দরজা লাগানো অবস্থায় দেখে দরজায় নক করলে অনেকক্ষণ যাবৎ ধাক্কা ধাক্কি করে কোন সারা শব্দ না পেয়ে রডেস সাবল দিয়ে স্বামী ওসমান(৪০) ও আরিফ( ৪৫) পিতা:
মৃত আইসুদ্দিন , দুজনে দরজা ভেঙে দেখেন অন্না পেছানো অবস্থায় গলায় ফাঁসি দিয়েছে। এ সময় কান্নাকাটির আওয়াজে এলাকাবাসী জানতে পারে সুইটি(৩৫) গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা বলেন, হিরোইনের মামলায় গত ছয় দিন আগে জামিনে এসেছে সুইটি (৩৫)।

এ বিষয়ে গোদাগাড়ীর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মতিন এর সঙ্গে কথা বললে তিনি বলেন, সুইটি ৩৫ নামের একজনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন