এই দীপাবলিতেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে মনীশ শর্মা পরিচালিত বলিউডি ‘টাইগার ৩’ ছবিটি। আর ছবিতেই দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যাবে সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সব থেকে প্রথম মহিলা স্পাই জোয়া। এরপর পাঠানের হাত ধরে অবশ্য এসেছে রুবাই। এবার টাইগারের তৃতীয় ইনস্টলমেন্ট নিয়ে হাজির হতে চলেছেন সালমান এবং ক্যাটরিনা। পর্দায় জোয়ারূপী ক্যাটরিনা সাহসী, দেশের জন্য মারতে এবং মরতে পারেন। নিজের পরিবারকে বাঁচাতে যেকোনো বিপদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতে পারেন। আদিত্য চোপড়ার হাত ধরে এভাবেই গড়া হয়েছে ক্যাট অভিনীত জোয়া চরিত্রটিকে।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একটি গান ‘লেকে প্রভুকা নাম’। এটি গেয়েছেন অরিজিৎ সিং। গানে গ্ল্যামারাস অবতারে দেখা গেলেও আদতে এই ছবিতে একাধিক অ্যাকশন দৃশ্যে দেখা যাবে জোয়াকে। আর এই দৃশ্যগুলোতে অভিনয় করার জন্য দীর্ঘদিন প্রস্তুতি নিতে হয়েছে ক্যাটরিনাকে।এই বিষয়ে তিনি বলেন, টাইগার ৩ ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে, দুনিয়ায় এমন কিছু নেই যা মহিলারা করতে পারে না। ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার জন্য প্রায় দুই মাসের প্রস্তুতি নিয়েছিলেন তিনি।
ক্যাটরিনা আরও বলেন, নিজের সাহসের ওপর ভর করে সকলের সঙ্গে লড়াই করতে পারে জোয়া। কোনও লড়াই লড়তে গিয়ে পিছিয়ে আসে না। অ্যাকশন দৃশ্যেও সে সেরা। টাইগার ৩ ছবিতে শত্রুদের গোটা আর্মির বিরুদ্ধে লড়াই করতে পারে জোয়া, এমনটাই জানিয়েছেন ক্যাট।