প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক এক

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক এক।  রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, জি. এম. আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায় অদ্য ০৬-১১-২০২৩ খ্রিঃ তারিখ ১৩.১০ ঘটিকার সময় মোঃ মনিরুজ্জামান খান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর জনৈক গোলাম মওলা এর রিক্সা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে আছর আলী (২৪), পিতা-শহিদুল ইসলাম, মাতা-হাজেরা খাতুন গ্রাম লষ্করপুর, থানা-চৌগাছা, জেলা-যশোরকে মোট ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল, যার ওজন ৫(পাঁচ) লিটার, অবৈধ বাজার মূল্য ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন