প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাস্তার উদ্বোধন করলেন এমপি মুঃ জিয়াউর রহমান

রাস্তার উদ্বোধন করলেন এমপি মুঃ জিয়াউর রহমান । চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের মাদ্রাসামোড় হতে বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া সাহাপুর পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। পরে তিনি চৌডালা দাখিল মাদ্রাসা মোড় এলাকায় আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন চৌডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনসার আলী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য জিয়াউর রহমান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রমানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, জেলা মহিলা লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়াসহ অন্যরা। উল্লেখ্য এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পে ১৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে সড়কটি নির্মিত হলে চৌডালা ও বোয়ালিয়া এবং ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন