প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠিত

জলঢাকায় ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠিত । শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক ও মানবিক গুণাবলী সম্পন্ন করে গড়ে তুলতে নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী স্কুল এন্ড কলেজের স্কাউট সদস্য দের নিয়ে ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে কৈমারী স্কুল এন্ড কলেজ মাঠে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন অধ্যক্ষ আব্দুর রউফ খান ও উপজেলা স্কাউটস কমিশনার বঙ্কিম রায়। পরে কলেজের সভাপতি সারোয়ার হোসেন সাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম। এসময় তিনি বলেন, এ প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার নতুন কারিকুলাম চালু করেছে। যাতে করে তারা স্মার্ট ও যোগ্য মানুষ হিসেবে গড়ে ওটে। তাই স্কাউট আন্দোলনের বিকল্প নাই। এজন্য তিনি প্রত্যকটি বিদ্যালয়ে স্কাউট আন্দোলন জোড়দার করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক সহকারী, সহকারী প্রধান শিক্ষক পরেশ চন্দ্র রায়, কমিশনার রমানাথ রায়, স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, জিবি সদস্য সাইদার রহমান মাস্টার, বিদ্যুৎসাহী সদস্য মামুনুর রশীদ মামুন, স্কাউটস যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, উপজেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম লাবলু, গ্রুপ কমিটির সভাপতি তাহাজুল ইসলাম। দীক্ষা প্রদান করেন কৈমারী স্কুল এন্ড কলেজের স্কাউট ইউনিট লিডার শেখ ফজলে রাব্বী ও স্কাউটস লিডার শাহিনুর রহমান। বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলার সহযোগিতায় কৈমারী স্কুল এন্ড কলেজ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন