প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাউজানের সাংসদের জন্মদিনে নিত্য-প্রয়োজনীয় খাদ‍্যসামগ্রী ও দোয়া মাহফিল অনুষ্টিত

রাউজানের সাংসদের জন্মদিনে নিত্য-প্রয়োজনীয় খাদ‍্য সামগ্রী ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে  রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৬৯তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদ রাউজান উপজেলার ব‍্যবস্থাপনায় এতিমখানার শিক্ষার্থীদের জন‍্য নিত‍্যপ্রয়োজনীয় খাদ‍্যসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর সোমবার বিকেলে রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। শেখ রাসেল স্মৃতি সংসদ রাউজান উপজেলার সভাপতি ও উত্তর জেলা কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম। এছাড়াও এসময় কৃষকলীগ নেতা মোহাম্মদ বখতেয়ার ছাত্রলীগ নেতা তানভীর চৌধুরী সংগঠনের সদস্য মোহাম্মদ এনামুল হক শিপন মোহাম্মদ সারেক সহ অন‍্যন‍্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম ওসমানী। দোয়া মোনাজাত শেষে এতিমখানার শিক্ষার্থীদের জন‍্য একসপ্তাহের নিত্য প্রয়োজনীয় খাদ‍্যসামগ্রী প্রদান করা হয় ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন