গাজীপুরে সাংবাদিক হত্যার পরিকল্পনাকারী ও ৫০ পিস ইয়াবা সহ মাদককারবারী গ্রেফতার ।গাজীপুরে সাংবাদিক বিপ্লব হোসেন ফারুক এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায়,সন্ত্রাসী ইদ্রিস আলী ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদককারবারীকে আটক করেছেন কাশিমপুর থানা পুলিশ। সোমবার(০৬ নভেম্বর বেলা ১০ টায় গাজীপুর মহানগর ৩ নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় এ অভিযান চলাকালে সাংবাদিক হত্যার পরিকল্পনাকারী ইদ্রিস আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। একই দিনে ৩ নং ওয়ার্ড এর হাতিমারা উওরপাড়া বড় মসজিদ এলাকার পশ্চিম পার্শে, পাকা রাস্তার উপর মাদক ক্রয় বিক্রয় চলাকালীন,বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসারগনে একটি অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদককারবারী আবু বকর সিদ্দিককে আটক করেন। মামলার এজহার সুত্রে জানাজায় বিগতদিনে গাজীপুর সদর সেটেলমেন্ট অফিসের সামনে সাংবাদিক হত্যার পরিকল্পনাকারী ইদ্রিস আলী ও রমজান আলীকে আসামী করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন আহত সাংবাদিক বিপ্লব হোসেন ফারুক। তবে দায়েরকৃত মামলার ১ নং আসামী ইদ্রিস আলী গ্রেপ্তার হলেও মুল হোতা রমজান আলী রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে। উক্ত মামলার ঘটনার বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম রাফি বলেন,সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ইদ্রিস আলী ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।