প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

পিস্তল ককটেল পেট্রোল বোমা সহ রূপগঞ্জে চার ছাত্রদল নেতা গ্রেফতার

পিস্তল ককটেল পেট্রোল বোমা সহ রূপগঞ্জে চার ছাত্রদল নেতা গ্রেফতার । মহাসড়ক অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিস্তল, ককটেল, পেট্রোল বোমাসহ চার ছাত্রদল নেতাকে ৬ নভেম্বর সোমবার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও বেলদী গ্রামের আব্দুল কাদেরের ছেলে সুলতান মাহমুদ(৩২), রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও ছোনাবো গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মাসুদুর রহমান(২৮), রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও ভুলতার মঞ্জুরী খোদার ছেলে আরিফ বিল্লাহ আলিফ(২৫) ও দাউদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ও চোপাইর গ্রামের রিপন শেখের ছেলে তাওহীদুল ইসলাম(১৯)। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই শেখ নজরুল ইসলাম বাদী হয়ে ৮ জণকে আসামী করে বিষ্ফোরক দ্রব্য আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন