পাটগ্রামে আফতাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনে শুভ উদ্ধোধন করলেন এম পি ।পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়ন এর আফতাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিন তালা ভবনে শুভ উদ্ধোধন করা হয়েছে। ৬ নভেম্বর সোমবার আফতাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মেরিনা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাটগ্রাম উপজেলার আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়,পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগেরম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল,ত্রাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেকেন্দার আলী, পাটগ্রাম উপজেলা এল জি ই ডি কর্মকর্তা মাহবু-উল আলম,আফতাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইকবাল প্রমুখ।এসময় বক্তরা আওয়ামী লীগের উন্নয়ন সমূহ নিয়ে বক্তব্য রাখেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান।