প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নেত্রকোণায় ভারতীয় ৩৫ বোতল মদসহ আটক ১

নেত্রকোণায় ভারতীয় ৩৫ বোতল মদসহ আটক ১ । নেত্রকোণার বারহাট্টায় ট্যাভেলব্যাগে করে পাচারকালে আমদানি নিষিদ্ধ ৩৫ বোতল ভারতীয় মদসহ মো: পারভেজ বেপারী (২১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পারভেজ পটুয়াখালি জেলার বাউফল উপজেলার যৌতা গ্রামের চান মিয়া বেপারীর ছেলে। রবিবার (৫) দুপুরের দিকে পারভেজকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে তাকে একই দিনগত রাত একটার দিকে ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কের বারহাট্টা উপজেলাধীন উড়াদিঘী সেতু এলাকা থেকে গ্রেফতার করা হয়। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, রবিবার রাতে উপজেলার ফকিরেরবাজার ফাঁড়ির এসআই সুলতান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় কলমাকান্দার দিক থেকে আসা একটি বাস থামিয়ে তল্লাশীকালে পারভেজের দু’টি বৃহদাকৃতির ট্র্যাভেল ব্যাগে আমদানী নিষিদ্ধ ৩৫ বোতল মদ পাওয়া যায়। পরে পারভেজকে গ্রেফতার করা হয়। ওসি খোকন কুমার সাহা বলেন, মাদক উদ্ধার ঘটনায় ১৯৭৪ সানের বিশেষ ক্ষমতা আইনের বিধানমতে মামলা দায়ের ও গ্রেফতার পারভেজকে আদালতে সোপর্দ করা হয়েছে। মোঃ জিয়াউল হক ০৫/১১/২০২৩

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন