প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ

শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ ।চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম পদত্যাগ করেছেন বলে জানা গেছে। গত ২রা নভেম্বর সৈয়দ নজরুল ইসলামের স্বাক্ষরিত স্থানীয় সরকারের পত্রের মাধ্যমে জানা যায়, স্থানীয় সরকার সচিব বরাবরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিনি পদত্যাগ পত্র দাখিল করেন। পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লখ করেন। উল্লেখ্য, সৈয়দ নজরুল ইসলাম ২০১৯ সালের ২৪ শে মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন হন এবং একই সালের মে মাসের ১৯ তারিখে শপথগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন