প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গোদাগাড়ীতে জনসচেতনতামূলক ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

গোদাগাড়ীতে জনসচেতনতামূলক ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী।  রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভার অন্তর্গত ৫ নং ওয়ার্ডে অবস্থিত ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী “বুজরুক রাজারাম্পুর জয়ন্তী সংঘ ক্লাবের উদ্দ্যগে এলাকাবাসীর মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করা হয়। এই কর্মসূচীতে সম্মানীত ব্যক্তিবর্গের অংশগ্রহনে ৫নং ওয়ার্ডসহ আশেপাশের ওয়ার্ডের ২৪০ জন বিভিন্ন বয়স ও পেশার মানুষ রক্তের গ্রুপ নির্ণয় ও অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহন করার পাশাপাশি ভবিষ্যতে যেন ক্লাবের পক্ষ থেকে নিয়মিত এইরকম উদ্যগ গ্রহন করা হয় সেই বিষয়ে এলাকাবাসী মতামত ব্যক্ত করেন। কর্মসূচি টি বাস্তবায়ন করতে সহযোগিতা করেছেন- গোদাগাড়ী ইসলামী হাসপাতাল, গোদাগাড়ী জেনারেল হাসপাতাল, মর্নিং স্টার সেমি ইংলিশ মিডিয়াম স্কুল, গোদাগাড়ী ইভেন্টস, আইটি উইন্ডো, এম. এ আর্ট প্রিন্টিং প্রেস, ডা. মো নাহিদ হাসান, মেডিকেল অফিসার গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও অন্যান্য চিকিৎসকবৃন্দ । এছাড়াও এলাকাবাসী সূত্রে জানা যায়, ক্লাবের প্রস্তাবিত সভাপতি মো: মুরসালিন হক ও সহ-সাধারন সম্পাদক মো: আরিফুল ইসলাম তুষারের ঐকান্তিক প্রচেষ্টা ও সাধারন সদস্যদের সহযোগিতায় এই মহৎ উদ্দ্যগটি বাস্তবায়িত হয়। গোদাগাড়ী রাজশাহী প্রতিনিধি মিনাল ইসলাম ০১৭১২৪৮৩৫৩৪

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন