প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাইকগাছায় জামাত-বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ইঞ্জিনিয়ার প্রেম কুমার-র নেতৃত্বে শান্তি মিছিল ও সামাবেশ

পাইকগাছায় জামাত-বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ইঞ্জিনিয়ার প্রেম কুমার-র নেতৃত্বে শান্তি মিছিল ও সামাবেশ।  দেশব্যাপী জামায়াত ও বিএনপি কৃর্তক নৈরাজ্য সৃষ্টি ও অবরোধের প্রতিবাদে ইঞ্জিনিয়ার প্রেম কুমার-র নেতৃত্বে ও উদ্যোগে আওয়ামী লীগের শান্তি মিছিল সহ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আওয়ামী লীগ, অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল-র সমর্থকদের উপস্থিতে শান্তি মিছিল পাইকগাছা জিরো পয়েন্ট হতে প্রধান -প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাইকগাছা বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল-এর হাজার হাজার সমর্থকদের উপস্থিতে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন