প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চুয়াডাঙ্গায় মোটর সাইকেল-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

চুয়াডাঙ্গায় মোটর সাইকেল-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত । চুয়াডাঙ্গার মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর পৌনে ৩ টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার সংলগ্ন জ্যোতি মিলের সামনে মেহেরপুর জেলার রাজনগর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে এজাজ আহমেদ রাজা (২৪) মটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিকে আসার পথে বিপরীত দিক দিয়ে আসা একটি পাখী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ লাগে।এসময় এজাজ মাথায় আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে নেওয়া হলে সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত পাখি ভ্যান চালক দামুড়হুদার খা পাড়ার খেদের আলীর ছেলে মুরসালিন(২৫)কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার অবস্থা আশঙ্কাজনক। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি ০১৯১২৯৯৫১০৩ ৫/১১/২৩

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন