প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সংবাদ সম্মেলন । বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জাতীয় পার্টি সভাপতি এরফান আলী বলেন, রবিবার বিএনপির জামাতের ডাকা দেশব্যাপী হরতাল অবরোধ কর্মসূচি চলাকালে বিএনপির জামাতের সন্ত্রাস বাহিনী কর্তৃক বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার এর গাড়ী ভাঙচুর করে। কিন্তু একটি কুচক্রী মহল এ ঘটনায় বগুড়া জেলা জাতীয় পার্টির সদস্য আইনুল ইসলামকে বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন অবিলম্বে আইনুল ইসলাম এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষি ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম মাস্টার।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন