প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কায়েত পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল খন্দকার জয়ের শুভ জন্মদিন পালন

কায়েত পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল খন্দকার জয়ের শুভ জন্মদিন পালন।নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলার কায়েত পাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড গরিব দুঃখী মানুষের দুঃখ সুখের বন্ধু ও কায়েত পাড়া ইউনিয়ন যুব সমাজের ভালোবাসার ও আস্থার ঠিকানা ও কায়েত পাড়া ইউনিয়ন যুব সমাজের আস্থার ঠিকানা ও কায়েত পাড়া ইউনিয়নের সফল একজন রাজনৈতিক বিদ,কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সফল সাধারণ সম্পাদক মোঃ নাজমুল খন্দকার জয়ের শুভ জন্মদিন,আওয়ামী লীগের নেতাকর্মীরা কেক কেটে ও আতশবাজি ফুটিয়ে জমজমাট ভাবে জয়ের শুভ জন্মদিন পালন করেন।আওয়ামী লীগ নেতা শাহীন সাংবাদিকদের কে বলেন আমাদের নাজমুল খন্দকার জয় কাকা আছে বলেই আমরা কায়েত পাড়া ইউনিয়ন যুব সমাজ তার নেতৃত্বে আওয়ামী লীগের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে যাচ্ছি,এবং আগামী দ্বাদশজাতীশ সংসদ নির্বাচনে নাজমুল কাকা আমাদের যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা কায়েত পাড়া ইউনিয়ন যুব সমাজ সেভাবেই মাঠে থেকে আওয়ামী লীগকে পূনরায় বিজয় করবো।আমাদের কায়েত পাড়া ইউনিয়ন যুব সমাজের অভিভাবক নাজমুল কাকা আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকুক এবং নাজমূল খন্দকার জয় বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কায়েত পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী কাকার নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী বীর প্রীক এমপি মহদয়কে ও আওয়ামী লীগকে পুনরায় বিজয় করতে সর্বদা মাঠে কাজ করে যাচ্ছি।এবং আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন