প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীতে শেখ হাসিনার আগমন উপলক্ষে বর্ধিত সভা

অদ্য 5/11/23 ইং রবিবার দুপুর ১২ ঘটিকায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীর মোসলেহ উদ্দিন স্টেডিয়াম মাঠে আগামী ১২ নভেম্বর আগমন উপলক্ষে মহা সমাবেশ সফল করার উপলক্ষে নরসিংদী ক্লাব হলরুমে জেলা আওয়ামীলীগ উদ্যোগে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী 3 শিবপুর থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন এমপি।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী এড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এম পি)। রাজু উদ্দিন আহমেদ রাজু এমপি। আলহাজ্ব নজরুল ইসলাম হিরু এম পি। ডাক্তার আনোয়ার আশরাফ খান দিলীপ এম পি। শিবপুর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মহসিন নাজির, সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার ও আলমগীর হোসেন আঙ্গুর মৃধা, জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভূঁইয়া, জেলা যুবলীগ সহ-সভাপতি জুনায়েদ হক জুনু, যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ জি.এম তালেব হোসেন , সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন