প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

ডাবুয়া প্রিমিয়ার লীগের চুড়ান্ত দল নির্বাচন সম্পন্ন

ডাবুয়া নবারণ সংঘ ও হিলফুল ফুজুল একতা সংঘের ব‍্যবস্থাপনায় আগামী ২রা ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে ডাবুয়া প্রিমিয়ার লীগ আন্ত: ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩। এই উপলক্ষে ডাবুয়া প্রিমিয়ার লীগের চুড়ান্ত দল নির্বাচন (প্লেয়ার ড্রাফট), টুর্নামেন্টের ট্রফি ও লগো উন্মোচন অনুষ্ঠান ৩রা নভেম্বর শুক্রবার সন্ধ্যায় জগন্নাথহাট সংলগ্ন ডাবুয়া পেট্রন মডেল স্কুল সম্মুখে অনুষ্ঠিত হয়েছে। এতে টুর্নামেন্টের ট্রফি ও লগো উন্মোচন করেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন।
ইউপি সদস্য মিটু শীলের সভাপতিত্বে ও টুর্নামেন্টের পরিচালক সৌরাভুল ইসলাম নিজামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ সাজ্জাদ আলম। উদ্বোধক ছিলেন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ডাবুয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, বিশিষ্ট ব‍্যবসায়ী মোহাম্মদ শাহজাহান, টিটু ঘোষ। আগামী ২রা ডিসেম্বর এই টুর্নামেন্টের উদ্বোধনী ম‍্যাচ অনুষ্ঠিত হবে।
ডাবুয়া চ‍্যালেঞ্জার্স, দুরন্ত ডাবুয়া, ডাবুয়া টাইগার্স, ডাবুয়া ক‍্যাপিটালস এই ৪ দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন