সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল:এমপি সালাম মূর্শেদী।খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। তিনি বলেন, সমবায় শেখায় একতা, সমবায় আনে সমৃদ্ধি। বঙ্গবন্ধু গ্রাম সমবায়ের মাধ্যমে একটি স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি সংবিধানে সমবায়কে মালিকানার অন্যতম খাত হিসেবে স্বীকৃতি দেন। তিনি আরো বলেন, সমবায় ছিল জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের হাতিয়ার। সমবায়ী এবং সমবায়-সংশ্লিষ্ট সবার ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। ৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার ৪ নভেম্বর খুলনা জেলার দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠান র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।