প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নড়াগাতীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

নড়াগাতীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত । পুলিশ জনতা ঐক্য করি স্মাট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যে নিয়ে নড়াইলের নড়াগাতী থানায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপিত হয়েছে। শনিবার সকালে নড়াগাতী থানার আয়োজনে দিবসটি পালন করা হয়। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রনাব কুমার সরকার সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়া সার্কেল নড়াইল। এসময় উপস্থিত ছিলেন, নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, এস আই মাহাবুব খাঁন, কবি বাদশা মিয়া সিকদার, মুক্তিযোদ্ধা মোঃ বাদশা মোল্লা প্রমূখ। মোঃ বাবলু মল্লিক নড়াইল ০৪/১১/২০২৩

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন