প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলীতে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত

গাবতলীতে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।”সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি, সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার গাবতলীতে ৪নভেম্বর শনিবার ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে এক আলোচনা সভা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয় । উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান ভূঁইয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন সরকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসানা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহেদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন উজ্জল, পাপিয়া রাজ্জাক, সীমা বগম, জুলফিকার রহমান শ্যামল প্রমুখ। শেষে অতিথিরা বিভিন্ন সমিতির সভাপতির হাতে ক্রেস্ট প্রদান করেন ও একটি নতুন সমবায় সমিতির নিবন্ধন সনদপত্র প্রদান করেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন