প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মুখে মুখে যারা বড় বড় নীতিবাক্য বলে কাজের বেলায় ওরাই বড় চোর- পলক

মুখে মুখে যারা বড় বড় নীতিবাক্য বলে কাজের বেলায় ওরাই বড় চোর- পলক ।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের একুশটা বছর পার হলেও বিএনপি-জামাত আমাদের দুঃখী মানুষের দিকে ফিরেও তাকাইনি। তারা কৃষক শ্রমিক মানুষের কথা একবারও ভাবেনি। তারা আমাদের উন্নয়নের কথা একবারও চিন্তা করেনি। আমাদের চলনবিলের ছাঁতারদিঘী ইউনিয়নসহ ১২ টি ইউনিয়ন ৩৭ বছর অবহেলিত থেকেছে। ১৯৭৩ সালের পর আমরা নৌকাকে বিজয় করতে পারেনি বলেই ইউনিয়ন গুলোতে উন্নয়ন সম্ভব হয়নি। প্রতিমন্ত্রী আরো বলেন, যারা মুখে মুখে বড় বড় নীতিবাক্য বলে, কাজের বেলায় দেখা যায় ওরাই বড় চোর। গত ১৪ বছরে আমরা সিংড়াবাসীকে যে ওয়াদা করেছিলাম, আমরা অক্ষরে অক্ষরে তা পালন করেছি। এই উন্নয়ন, সেবা এবং সুশাসন আমরা যাতে অব্যাহত রাখতে পারি, তার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। শনিবার (৪ নভেম্বর) ১২টায় সিংড়া উপজেলার ১১ নং ছাঁতারদিঘী ইউনিয়ন অন্তর্গত রহিম উদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১১ নং ছাতারদিঘী ইউনিয়নের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় ১১ নং ছাঁতারদিঘী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ বাদশা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, ১১ নং ছাতারদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম শাহজাহান আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ, সদস্য হাবিবুর রহমান পল্লব (প্রমূখ)। এর আগে যাত্রাপথে প্রতিমন্ত্রী সকাল দশটায় ছাঁতারদিঘী ইউনিয়নের স্থাপনদিঘী হতে অদিশা পর্যন্ত সাবমারসিবল রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন এবং ১১ টায় পাকিশা উচ্চ বিদ্যালয় ও পরে কালিগঞ্জ বনমালী ইনস্টিটিউশন ও উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন