প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শাহজাদপুরে ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও লুট মামলার আসামি করার অভিযোগ

শাহজাদপুরে ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও লুট মামলার আসামি করার অভিযোগ । সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের লহিন্দাকান্দি গ্রামের হাসেম প্রামাণিক এর ছেলে রতন প্রামাণিক অভিযোগ করে বলেন তাদের গ্রামের আমোত আলী মোল্লার ছেলে সাইফুল ইসলাম কতৃক শাহজাদপুর থানায় দায়ের কৃত একটি মামলার মাধ্যমে জানতে পারেন গ্রামে একটি মারামারি ও লুট মামলায় তাকে ১৮ নং এবং তার পিতা হাসেম প্রামাণিক কে আসামি করা হয়েছে কিন্তু এ মারামারি বা কোন প্রকার লুটের সাথে তিনি বা তার পিতা জড়িত ছিলেননা বলে জানান, তিনি ও তার পিতা জমি চাষ ও গরু লালন পালনে ব্যস্ত থাকেন অন্য কোন কাজ করার মতো সময় তাদের নেই তাছাড়া গ্রামে কারও সাথে তাদের কোনো বিরোধও নেই। মামলায় উল্লেখিত ঘটনার দিন তারা নিজেদের আবাদি জমিতে কাজ করছিলেন। গ্রামবাসী সূত্রে জানতে পারেন গ্রামে আমোত আলী মোল্লা ও নেছার উদ্দিন গ্রুপের মধ্য একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আমোত আলী মোল্লার লোকেরা নেছার উদ্দিনের লোকজনকে মারধর করে চলে যায় আর নেছার উদ্দিন তার আত্নীয় সেই সুবাদে তারা তাকে সেখানে আসামি করছে বলে ধারনা করছেন। রতন বলেন তার প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের কয়েকটি গরু আছে সেগুলো লুট করার সড়যন্ত্রে বাদি পক্ষ লিপ্ত রয়েছে, এসকল করণে তিনি চিন্তিত ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এদিকে, ঘটনাস্থলে উপস্থিত নেই এমন মানুষকে মামলার আসামী করায় এলাকায় চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। মামলা থেকে নিরীহ এ দুজনের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন