তাড়াশে জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপিত । সমবায়ে গড়ছি দেশ,স্মাট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জে তাড়াশে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত
হয়েছে। আজ ৪ (নভেম্বর) শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ৬৪ সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ -তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মনোয়ার হোসেন, চেয়ারম্যান আব্দুল খালেক, ময়নুল হক মেহেদী হাসান ম্যাগনেট,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ুবুর রহমান রাজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।