প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বটিয়াঘাটায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত

বটিয়াঘাটায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত ।”সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে গতকাল ৪ঠা নভেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার জান্নাতুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও আব্দুল্লাহ ইবনে মাসুদ, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় সরকার,বিআরডিবি চেয়ারম্যান দেব প্রসাদ রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, যুব উন্নয়ন অফিসার আবু বক্কর মোল্লা,সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস,মহিদুল ইসলাম শাহীন,পরিতোষ রায়,ইমরান হোসেন,সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক প্রশান্ত কুমার সরদার,সহকারী পরিদর্শক নিপা মন্ডল,অফিস সহকারী সুশান্ত রায়,অফিস সহায়ক মিনাসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কয়েকশ সদস্য উপস্থিত ছিলেন। সভায় পুর্বে একটি র্যালী অনুষ্ঠিত হয়। অন্য দিকে পরে,একই স্হানে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপরোক্ত সকল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন