প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত । সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজেনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) সকালে “পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামােেনর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ্ আল হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের জানমাল রক্ষা করা পুলিশের দায়িত্ব। সেই দায়িত্বকে আরও শিথিল করেছে কমিউনিটি পুলিশিং কমিটি। শহর থেকে গ্রাম পর্যায়ে এই কমিটি থাকাতে এখন ছোটখাটো যেকোন বিষয় পুলিশিং কমিটির মাধ্যমে সমাধান করা সম্ভব। ২০১৩-১৪ সালে সাতক্ষীরাতে জামায়াত-শিবিরের নারকীয় তান্ডবের কথা টেনে বক্তারা বলেন, একটা সময় সাতক্ষীরা মানে আতঙ্ক ছিল। ওইসময় এ জেলাতে অনেক মানুষের প্রাণ হারাতে হয়েছে স্বাধীনতা বিরোধীদের কাছে। তারা আবারও নতুন করে হত্যার মিশনে নেমেছে। যার উদাহরণ গত ২৮ অক্টোবরে ঘটে যাওয়া একাধিক ঘটনা। ওইদিনের ঘটনায় পুলিশের পাশাপাশি প্রাণ হারাতে হয় এক সাংবাদিককে। তারপরেও তারা থেমে থাকেনি। হরতাল-অবরোধ দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত। তবে সাতক্ষীরাতে হরতাল-অবরোধের বিন্দুমাত্র কোন প্রভাব পড়েনি। এ জেলার মানুষ তাদের ঘৃণার সাথে প্রত্যাখান করেছে। এজন্য সাতক্ষীরাবাসী কলঙ্কিত ২০১৩-১৪ সালকে মনে রাখতে চায়না। বরং যারা সাতক্ষীরাতে পুনরায় কলঙ্কিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এজেলার মানুষদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এসময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খানসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারাসহ স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন