প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বঙ্গবন্ধুর ভাবনায় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

বঙ্গবন্ধুর ভাবনায় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। আজ ৪ঠা নভেম্বর ২০২৩ ইং ‘জাতীয় সংবিধান দিবস। ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ প্রতিপাদ্য নির্ধারণ করে এ বছর দিবসটি পালন করা হচ্ছে। উল্লেখ্য, এবছর দ্বিতীয় বারের মতো দিবসটি উদযাপন করা হচ্ছে। গত বছর ৪ নভেম্বর তারিখকে ‘ক’ শ্রেণির জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হলে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হয়। সাতক্ষীরা যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সংবিধান দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। সভায় প্রধান আলোচক হিসেবে সভাকে আলোকিত করেছেন জীবন্ত কিংবদন্তী সংবিধানের একজন স্বাক্ষরকারী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক। এছাড়া সভায় সংবিধানের উপর বিশেষ উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। সংবিধানকে সমুন্নত রেখে দীপ্তপথে হেঁটেই বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে এই আশাবাদ সভায় উপস্থিত সকলে ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন