প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

৯ বছর আত্মগোপনে থাকা ১৩মামলার আসামি শাহাজান গ্রেফতার 

৯ বছর আত্মগোপনে থাকা ১৩মামলার আসামি শাহাজান গ্রেফতার

শিল্পী আক্তার মিঠাপুকুর রংপুর

১৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পালিয়ে থাকা আসামি শাহজাহান মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ নয় বছর ধরে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি তার।মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে সোমবার (২৮ আগস্ট) ঢাকার সাভার থানার বিলামানিয়া তেঁতুলঝড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহজাহান মিয়া রংপুর মহানগরীর ধর্মদাস মসজিদপাড়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে।

তাজহাট থানা পুলিশের ওসি মোহাম্মদ হোসেন আলী জানান, আসামি শাহজাহানের বিরুদ্ধে ১৩টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ২০১৪ সাল থেকে তিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন