প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মেধাবী শিক্ষার্থী অপূর্ব এর জন্মদিন উদযাপন

মেধাবী শিক্ষার্থী অপূর্ব এর জন্মদিন উদযাপন।  জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ভবিষ্যৎ আইনজীবী ফরহাদুর রহমান অপূর্ব এর জন্মদিন আজ। ফেসবুক কনটেন্ট এর পাশাপাশি তিনি একজন মানবিক উদার মনের মানুষ নামে পরিচিত। দিবালোকে মাঝে মাঝে অসামান্য বিরল কিছু মানুষের দেখা মেলে। যাঁরা সাধারণ জীবন যাপনের মধ্যে দিয়ে বেড়ে উঠে একসময় শ্রম-মেধা সৃজনশীলতা সর্বোপরি জনকল্যাণ দায়িত্ববোধের সর্বোচ্চ প্রকাশ দেখিয়ে গভীর স্বপ্নবিলাসী আত্মজিজ্ঞাসার সার্থক বাস্তবায়ন ঘটিয়ে জাগিয়ে তোলেন জনপদ-জনসমাজ, জনগোষ্ঠী এবং স্বদেশকে। কোন অহংবোধ নয়, কোন আত্মকেন্দ্রিকতা নয়, কোন কুক্ষিগত স্বেচ্ছাচারের প্রতিভূ নয়, জনমানুষের সঙ্গে সংযুক্ত থেকে স্বচ্ছতা নিয়ে তাঁর পথচলা দেশ গড়ার নির্মোহ অবিচল সংগ্রাম তাকে কালের পাতায় করে তোলে সর্বজন বরণীয় স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে। তাঁর কীর্তিযশ দেশ-কালের গন্ডি ছাড়িয়ে পৌঁছে যায় বিশ্বসমাজে। তিনি হয়ে উঠেন সবার কাছে অনুকরণীয় অনুসরণীয়। যার তুলনা, প্রশংসা, সুনাম, তার কর্মের গুণগান করার জন্য অভিধানের শব্দমালা যথেষ্ট হয় না। তিনি আর কেউ নন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের আইকন সারা বাংলাদেশের সুপরিচিত মুখ গরিব দুঃখী মানুষের বন্ধু। ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস এর আইন বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ফরহাদুর রহমান অপূর্ব। তিনি মানবতাবাদী, মানবতার মহান সেবক, তিনি মানবতাবাদীদের ও জাতীয়তাবাদী লিডার, সকল স্বেচ্ছাসেবকদের আইকন-আইডল, হাজারো স্বেচ্ছাসেবকের অনুপ্রেরণার ব্যাক্তি, একজন সাদা মনের মানুষ, সবার কাছে যিনি মানবতার ফেরিওয়ালা নামেই জনপ্রিয়। গতকাল রাত ১২.০১ ঘটিকায় তার বর্তমান বাসস্থানে জন্মদিনের উদযাপন করা হয়। এই জন্মদিন অনুষ্ঠানে শত-স্ফূর্তভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস এর ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী জোবায়ের আহমেদ অন্তর, আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ও ”ল“ ক্লাবের সহ সাধারণ সম্পাদক রায়হান মির্জা রম্য , সিএসসি বিভাগের শিক্ষার্থী আবু বকর, ঢাকা মহানগর উত্তর আই এইচ টি কলেজ ছাত্রলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আইন বিভাগের ক্লাস রিপ্রেজেন্টেটিভ জিএম রাসেল মুন্না মধু, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ হানিফ বিন রফিক, ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী হাসানুল বান্না সহ প্রমুখ। এ সময় সকলের উপস্থিতিতে কেক কেটে জন্মদিনের উদযাপন করা হয়। এ সময় সকলের উদ্দেশ্যে ফরহাদুর রহমান অপূর্ব বলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ভবিষ্যৎ জীবনে আরও ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারি এবং অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি। এবং বিনোদনের জন্য ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে ভালো ভালো বিনোদনমূলক কনটেন্ট উপহার দিতে পারি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন