প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হাতিয়ায় কোষ্টগার্ডের অভিযানে আটক ২ টি ট্রলার

হাতিয়ায় কোষ্টগার্ডের অভিযানে আটক ২ টি ট্রলার । মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে গত ০২ নভেম্বর ২০২৩ বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক কন্টিজেন্ট কমান্ডার এম সফিউল্যাহ এর নের্তৃত্বে নেয়াখালী জেলার  হাতিয়া  উপজেলাধীন মেঘনা নদীর সূর্যমূখী ও দানা-দুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ১৫,০০,০০০ মিটার অবৈধ  সুতার জাল, ৫০০ কেজি মা ইলিশ, ২০০ কেজি পোয়া মাছ ও ০২ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ২৯ জন জেলেকে আটক করা হয়। পরবর্তী  হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, উপজেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে জব্দকৃত মা ইলিশ ও পোয়া মাছ স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ জন জেলেকে টাকা ২০০০/০০ (টাকা দুই হাজার মাত্র) করে মোট টাকা ৪০,০০০/০০ (টাকা চল্লিশ হাজার মাত্র) জরিমানা করে এবং নয় জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সাধারণ ক্ষমা করে মুসলেকা নিয়ে জব্দকৃত জাল ও ০২ টি নৌকাসহ ছেড়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টি ওয়ান বাংলা টিভির প্রধান উপদেষ্টা মাসুম বিল্লাহ ও বিভিন্ন চ্যানেল ও পত্রিকার সাংবাদিকগণ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন